বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় আশা ব্রাঞ্চ কর্তৃক চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ২ টায় শ্যামনগর আশা ব্রাঞ্চ এর আয়োজনে আশা ব্রাঞ্চ কার্যালয়ে আশা লালবাগ দলের সদস্য উপজেলার বংশীপুর গ্রামের মোঃ সিদ্দিক গাজীর স্ত্রী মোছাঃ আনজুয়ারা খাতুনকে চিকিৎসা সহায়তা হিসেবে তিন হাজার টাকা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার সুশান্ত কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চিকিৎসা সহায়তা প্রদান করেন শ্যামনগর আশা ব্রাঞ্চ ম্যানেজার মোঃ জুলফিকার আলী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোন অফিসার মোঃ মনিরুজ্জামান, দিবাকর দেবনাথ, কামাল হোসেন, সাইফুল ইসলাম, বিষ্ণুপদ বৈরাগী সহ আশা ব্রাঞ্চ এর সকল কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।