বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার আশা ব্রাঞ্চ কর্তৃক চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল ২৫ অক্টোবর বুধবার বিকাল ৪ টায় আশা সংস্থা শ্যামনগর ব্রাঞ্চের আয়োজনে ব্রাঞ্চ কার্যালয়ে নিহারিকা দলের সদস্য উপজেলার বংশীপুর গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী মোছাঃ হাফিজা খাতুনের সিজারিয়ান ডেলিভারির জন্য চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। উক্ত চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে আশা ব্রাঞ্চের কর্মকর্তা-কর্মচারীর, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুফলভোগী পরিবারের সদস্যবৃন্দের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে হাফিজা খাতুনের চিকিৎসা সহায়তা প্রদান করেন অত্র ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ জুলফিকার আলী। এসময় উপস্থিত ছিলেন ব্রাঞ্চের সিনিয়র এবি এম সুশান্ত কুমার রায়, অফিসার মনিরুজ্জামান, বিষ্ণুপদ, আঃ রাজজাক প্রমুখ।