বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহি অফিসার মোঃ আক্তার হোসেন এর পিতা মোহাম্মদ আলী মৃত্যুবরণ করেছেন। ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। পারিবারিক সূত্রে জানাযায়, তিনি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গ্রামে তার নিজ বাড়িতে গত মঙ্গলবার বিকাল ৩ টায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি এক পুত্র শ্যামনগর উপজেলা নির্বাহি অফিসার মোঃ আক্তার হোসেন সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রাত ৯ টায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর উপস্থিতিতে জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে অত্র এলাকা সহ শ্যামনগর উপজেলা ব্যাপী শোকের ছায়া বিরাজ করছে। নির্বাহী অফিসারের পিতার মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শ্যামনগর উপজেলার দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সাংবাদিক এস এম জাকির হোসেন, মোঃ আসাদুজ্জামান আসাদ, মোঃ আবু ইদ্রিস, শেখ সোহারাফ হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ শামীম হোসেন সহ সকল সাংবাদিক ও দৃষ্টিপাত শুভাকাঙ্ক্ষী বৃন্দ।