বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ আজিবর রহমানের বড় স্ত্রী নাজমুন নাহার লিপি মৃত্যুবরণ করেছেন (ইন্নালিলাহি………ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানাযায়, ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ১০মিনিটে স্ট্রোকজনিত কারণে সকলকে কাঁদিয়ে না দেশে চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি ২ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শ্যামনগর উপজেলা জাতীয়পার্টির সভাপতি এ্যাডঃ আব্দুর রশিদ, সহ-সভাপতি জিএম আব্দুল কাদের, আহমদ হাজী, সাধারণ সম্পাদক সাংবাদিক এম কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সহ উপজেলার ১২টি ইউনিয়নের জাতীয় পার্টি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উলেখ্য সোমবার অর্থাৎ আজ বাদ জোহর ঐতিহ্যবাহী শাহী মসজিদ ঈদগা ময়দানে মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।