বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলনকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা কর্তৃক সাতক্ষীরা-০৪ আসনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করায় আগামী ৭ জানুয়ারী ২০২৪ দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য শ্যামনগর উপজেলা নির্বাচন অফিস থেকে এস এম আতাউল হক দোলনের পক্ষে মনোনয়নপত্র ক্রয় করেছেন উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও তার শুভাকাঙ্খীবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব এস এম আফজালুল হক, যুগ্ম সাধারণ সম্পাদ স ম আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক গাজী গোলাম মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, রমজাননগর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ আল মামুন, সমাজসেবক আলহাজ্ব এস এম সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আতাহার শিহাব রাহুল, সাংবাদিক এস এম জাকির হোসেন, যুবলীগ নেতা আল মামুন লিটন প্রমুখ।