শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার সাথে দলিত পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সাথে দলিত পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় বাংলাদেশ দলিত পরিষদ উপজেলা শাখার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে বাংলাদেশ দলিত পরিষদের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় কালে নেতৃবৃন্দ জানান, দলিত পরিষদের নেতৃবৃন্দ দলিত ও জনগোষ্ঠীর সদস্যদের জীবন মান উন্নয়ন, আয় বদ্ধতামূলক কর্মকাণ্ড, সামাজিক সম্প্রীতি, আবহমান কাল থেকে এই জনগোষ্ঠীর অবহেলিত ও অনগ্রসর দলিত জনগোষ্ঠীর মানবাধিকার ও মর্যাদা, অধিকারভিত্তিক বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করিয়া আসিতেছে। দলিত জনগোষ্ঠীর প্রত্যাশিত সেবা দানকারী প্রতিষ্ঠানের প্রতি টেকসই উন্নয়ন, শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করার জন্য ন্যায় বিচারের সুযোগ প্রদান করা এবং সর্বস্তরের কার্যকার জবাবদিহি ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার তাদের দাবিদাওয়া পূরণের বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিত পরিষদ উপজেলা শাখার সভাপতি মনোরঞ্জন দাস মন্টু, সাধারণ সম্পাদক মতীন্দ্রনাথ দাস, সহ-সভাপতি লক্ষ্মীপদ দাস, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ দাস, রবীন্দ্র, রামপ্রসাদ দাস, কৃষ্ণা সরকার, নমিতা সরকার, সাধু দাস, দেবদাস, সুকুমার, তপন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com