বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলা পরিষদের মাসিক সভা ও নবনির্বাচিত চেয়ারম্যানদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের মিটিং রুমে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানবৃন্দের উপস্থিতিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন এর সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহি অফিসার মোঃ আক্তার হোসেন এর সঞ্চালনায় মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার নবনির্বাচিত ১১ জন ইউপি চেয়ারম্যানকে অভিষেক অনুষ্ঠানে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ উজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাহিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তর প্রধানগণ। সভায় ২০২১-২২ অর্থবছরের এডিপি বরাদ্দের প্রকল্প গ্রহণ করা হয়, এলজিআরডি এর চলমান কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা সেগুলো সকলকে দেখভাল করার জন্য বলা হয়। পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধগুলো, টিআর কাবিখার কাজগুলো, আসন্ন রমজানে টিসিবির পণ্য গরীব অসহায়দের মাঝে সঠিকভাবে বন্টন করতে স্ব স্ব ইউপি চেয়ারম্যান বৃন্দ দেরকে সজাগ দৃষ্টি দেওয়া সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।