বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় উপজেলা পরিষদের অর্থায়নে দুস্থ অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার ১২টি ইউনিয়নের ১২টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ৬০০ পিস কম্বল বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি প্রমূখ।