এসএম জাকির হোসেন শ্যামনগর থেকেঃ আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৮ জন প্রার্থী। এরমধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী। গতকাল ১৫ এপ্রিল সোমবার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায়, উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন বর্তমান উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ উজ-জামান সাঈদ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গাজী গোলাম মোস্তফা (বাংলা), উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ মাসুদুল আলম দোহা, উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডঃ কৃষ্ণপদ মন্ডল। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন বাংলাদেশ মাতুয়া মহাসঙ্ঘের সাতক্ষীরা জেলা সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ মইনুদ্দিন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর কুমার মন্ডল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আল মামুন লিটন, সাবেক ছাত্রনেতা শেখ নাজমুল হুদা রিপন, বিধান কুমার জোরদার, জেলা যুবদলের সদস্য এম এম মজনু ই-ইলাহী, সুকন্ঠ আউলিয়া, মোঃ রেজাউল করিম ও মোঃ সিকান্দার আবু জাফর। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, সাতক্ষীরা জেলা পেশাজীবী মহিলা জামায়াতের সভানেত্রী প্রভাষক নুরুন্নেছা ইতি, উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি প্রতিমা রানী হালদার। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন দৈনিক দৃষ্টিপাতকে জানান, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল এবং প্রতীক বরাদ্দের তারিখ ২৩ এপ্রিল। তবে প্রথম ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ভোটগ্রহণ হবে আগামী ৮ মে।