এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে ॥ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ৮ মে সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল ২৩ এপ্রিল বেলা ১১টা থেকে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মাঝে প্রতীক তুলে দেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে নির্বাচনীয় কার্যক্রম শুরু করেছে প্রার্থীরা।
শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক মোঃ সাঈদ উজ-জামান সাঈদ (আনারস) প্রতীক, সাবেক জেলা পরিষদের সদস্য গাজী গোলাম মোস্তফা বাংলা (ঘোড়া) প্রতীক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডঃ কৃষ্ণপদ মন্ডল (হেলিকপ্টার) প্রতীক। উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন বাংলাদেশ মাতুয়া মহাসঙ্ঘের সাতক্ষীরা জেলা সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি (টিয়া পাখি) প্রতীক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর মন্ডল (চশমা) প্রতীক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আল মামুন লিটন (মাইক) প্রতীক, সাবেক ছাত্রলীগনেতা শেখ নাজমুল হুদা রিপন (টিউবওয়েল) প্রতীক, বিধান কুমার জোরদার (উড়োজাহাজ) প্রতীক, সুকন্ঠ আউলিয়া (তালা চাবি) প্রতীক, মোঃ রেজাউল করিম (বৈদ্যুতিক বাল্ব) প্রতীক ও মোঃ সিকান্দার আবু জাফর (বই) প্রতীক। উপজেলা পরিষদ (মহিলা) ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি (হাঁস) প্রতীক ও উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি প্রতিমা রানী হালদার (কলস) প্রতীক। আগামী ৮ মে ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে ভোট উৎসব। প্রতীক পাওয়ার পর কর্মী-সমর্থকরা প্রার্থীদের ছবি নিয়ে ঢাকঢোল পিটিয়ে ও বাঁশি বাজিয়ে উপজেলাসীকে জানান দেন। এতে পুরো উপজেলাতে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে এবং ভোটারদের মাঝে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।