সোমবার, ২০ মে ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ১ ভ্যান চালকের করুন মৃত্যু সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা শ্যামনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কদমতলা পি ডি কে মিতালী সংঘের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত আবারও ছড়িয়ে পড়েছে তাপদাহ ঃ আবহাওয়ার সুখবর নেই হামাসের হামলায় বার দখলদার সেনা নিহত ঃ আহত পঞ্চাশ খানপুর ছিদ্দিকীয়া এতিমখানা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রতাপনগরে ২ দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল বিষ্ণুপুর ২দিন ব্যাপি মাহফিল সম্পন্ন কবি মানিক ঘোষের পিতা-মাতার স্মারণে বিশেষ প্রার্থনা

শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনের দিনক্ষণ শেষ, দুর্গম দুই দ্বীপ ইউনিয়নে পৌঁছে গেছে ব্যালট পেপার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৮ মে, ২০২৪

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে ॥ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নির্দিষ্ট সময়ে ভোটগ্রহণ শুরু করার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্গম দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পদ্মপুকুরের ১৬টি কেন্দ্রে এক দিন আগেই পাঠানো হয়েছে ব্যালট পেপার সহ নির্বাচনি সরঞ্জাম। বাকি ১০টি ইউনিয়নের ভোট কেন্দ্র গুলোতে ভোট গ্রহণের সরঞ্জাম পাঠানো হয়েছে এবং ৮ মে বুধবার ভোটের দিন সকালে পাঠানো হবে ব্যালট পেপার। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ৭ মে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন দুর্গম দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পদ্মপুকুরের কেন্দ্রগুলোর দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারদের হাতে ব্যালট পেপার সহ অন্যান্য ভোটগ্রহণ সরঞ্জাম তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম প্রমুখ। এসব এলাকায় ব্যালট পেপার পৌঁছানোর পর থেকে নির্বাচন শুরুর আগ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক পাহারায় থাকবেন। এছাড়া উপজেলা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, উপজেলা নির্বাচনে উপজেলার ৯২টি ভোট কেন্দ্রের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন এবং কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছেন নির্বাচনের সরঞ্জাম। আইন শৃঙ্খলা বাহিনী সদা প্রস্তুত। ইতিমধ্যে ১৩ জন প্রার্থীর মাঝে অনুষ্ঠিত নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনের সরঞ্জামাদি। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী সদাপ্রস্তুত, মাঠে থাকছে একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোটাররা ভোটকেন্দ্রে যেয়ে তাদের পছন্দের প্রতীকে ভোট দিতে পারে সে লক্ষ্যে নিরলস ভাবে দায়িত্ব পালনে অব্যাহত রেখেছেন। শ্যামনগর উপজেলায় এবার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৪৬৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৬ হাজার ১৭১ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৪২ হাজার ২৯২ জন। এছাড়াও হিজড়া ভোটার রয়েছে ৩ জন। এই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক মোঃ সাঈদ উজ-জামান সাঈদ (আনারস) প্রতীক, সাবেক জেলা পরিষদের সদস্য গাজী গোলাম মোস্তফা বাংলা (ঘোড়া) প্রতীক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডঃ কৃষ্ণপদ মন্ডল (হেলিকপ্টার) প্রতীক। উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন বাংলাদেশ মাতুয়া মহাসঙ্ঘের সাতক্ষীরা জেলা সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি (টিয়া পাখি) প্রতীক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর মন্ডল (চশমা) প্রতীক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আল মামুন লিটন (মাইক) প্রতীক, সাবেক ছাত্রলীগনেতা শেখ নাজমুল হুদা রিপন (টিউবওয়েল) প্রতীক, বিধান কুমার জোরদার (উড়োজাহাজ) প্রতীক, সুকন্ঠ আউলিয়া (তালা চাবি) প্রতীক, মোঃ রেজাউল করিম (বৈদ্যুতিক বাল্ব) প্রতীক ও মোঃ সিকান্দার আবু জাফর (বই) প্রতীক। উপজেলা পরিষদ (মহিলা) ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি (হাঁস) প্রতীক ও উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি প্রতিমা রানী হালদার (কলস) প্রতীক। বুধবার সকাল ৮ টা হতে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে বিকাল ৪ টা পর্যন্ত। সাধারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচনে ৩ জন যোগ্য জনপ্রতিনিধির অনুকূলে হস্তান্তর হবে পাঁচ বছরের জন্য উপজেলা পরিষদ। আর তাদের মাধ্যমে সেবাপাবে শ্যামনগর উপজেলার জনগন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com