এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে\ শ্যামনগর উপজেলা পরিষদ পরিদর্শন করলেন মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব মুহাম্মদ আসাদুল হক। গতকাল ৩১ আগস্ট বৃহস্পতিবার বেলা ১২ টায় উপসচিব শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি। এসময় মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব মুহাম্মদ আসাদুল হক বলেন, শ্যামনগর উপজেলা বাংলাদেশের বৃহত্তম উপজেলা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের মধ্যে সুন্দর সু-সম্পর্ক দেখে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া এই উপজেলা পরিষদ উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সহ উপকূলীয় মানুষের সুপিয় পানির ব্যবস্থা করনে যে ভূমিকা রেখেছে তা অতি প্রশংসনীয়। এছাড়া এত্র উপজেলার সকল সড়ক, মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে। এসকল কার্যক্রম দেখে তিনি খুশি হয়ে আরও বলেন, এই উপজেলা পরিষদের মতো করে সকল উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করতে পারলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে এতে কোন সন্দেহ নেই এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আপনাদের কার্যক্রম যেভাবে পরিচালনা করছেন আগামী দিনগুলোতে এভাবেই পরিচালনা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, সাতক্ষীরা এনডিসি আব্দুল্যাহ আল আমিন সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।