বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলায় প্রবাহমান আদী যমুনা পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল ২ জানুয়ারি সোমবার বেলা ১২ টায় শিমু রেজা কলেজ সংলগ্ন স্থানে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে যমুনা খাল পুন:খনন কার্যক্রমে ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খাল খনন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। এসময় তিনি বলেন, জলাবদ্ধতা দীর্ঘদিনের একটি সমস্যা। এ সমস্যা নিরসনে কাজ করছে সরকার। এ প্রকল্পের আওতায় ১৬ কিলোমিটার আদি যমুনা খনন করা হবে। এতে পরিবেশের ভারসাম্য ফিরে আসবে এবং জীববৈচিত্র্য রক্ষা পাবে বলে আশা করা হচ্ছে। যমুনা নদীর নাব্যতা হারিয়ে যাওয়ার কারণে নদীর জায়গা ঘরবাড়ি তুলে এবং ধান ও মৎস্য চাষের মাধ্যমে দখল হয়ে গিয়েছে এ কারণে জলাবদ্ধতা দেখা দেয়। তাই জলাবদ্ধতা দূর করতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় পানি উন্নয়ন বোর্ড যমুনা নদী খননের উদ্যোগ নিয়েছে। এই কার্যক্রমে আপনারা সার্বিক সহযোগিতা করবেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী তন্ময় হালদার, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি বাবুল মিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ আলাউদ্দিন হোসেন।