বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড ১৯ টিকাদান কেন্দ্রের ঘর স্থাপন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোভিড ১৯ টিকাদান কেন্দ্রের টিকা গ্রহণকারীদের রোদ-বৃষ্টি থেকে নিরাপদ রাখতে এবং সুন্দর পরিবেশ বজায় রেখে সুন্দরভাবে কোভিড ১৯ টিকা প্রদান করার লক্ষ্যে গতকাল ২৮ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় নিজস্ব উদ্যোগে একটি ঘর তৈরি সহ টিকা প্রার্থীদের সুবিধার্থে বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান। এসময় তিনি বলেন, স্বাস্থ্য কেন্দ্রের পরিষ্কার পরিচ্ছন্নতা, রোগীদের সেবা প্রদানে নারী পুরুষের আলাদা ব্যবস্থা, কোভিড টিকা প্রার্থীদের টিকা প্রদান কাজ সহজ করার লক্ষ্যে ঘর নির্মাণ সহ বিভিন্ন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছি। পরবর্তীতে রোগীদের সেবার মান বাড়াতে আরো যুগ উপযোগী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময়ে উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই শেখ মেফতা-উল হক, একাউন্টেন শাহনাওয়াজ সহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এসময় আগত সেবা প্রার্থীরা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নত পরিবেশ দেখে এবং সেবার মানে সন্তুষ্ট হয়ে স্বাস্থ্য ও প প কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান সহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।