এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে\ শ্যামনগর উপজেলার উপকুলীয় ইউনিয়ন বুড়িগোয়ালিনীর পুর্ব দূর্গাবাটি খোলপেটুয়া নদীর পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে ভাঙ্গন সৃষ্টি হয়েছে। ভাঙ্গন আতঙ্কে আতঙ্কিত এলাকাবাসী। জোয়ারে পানির উদ্ধগতির ও পানির চাপের কারণে কিছুদিন পূর্বে বেড়িবাঁধে ফাটল সৃষ্টি হয়। এ খবর জানার পর গতকাল ১৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। এসময় তিনি বলেন, আমরা উপকূলীয় এলাকার মানুষ, প্রতিনিয়ত দুর্যোগের সাথে লড়াই করে আমাদের জীবন ধারণ করতে হয়। প্রাকৃতিক কারণ ও বৈশ্বিক উষ্ণতার কারণে নদীতে পানি বেড়ে যাওয়ায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে ফাটল সৃষ্টি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এখানে কাজ শুরু করা হবে বলে সকলকে আশ্বস্ত করেন। তাৎক্ষণিক তিনি, দ্রুত সময়ের মধ্যে বেঁড়িবাধ সংস্কারের কাজ শুরু করার জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের ডিভিশনাল ১ এর সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার জাকির হোসেন, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী জাকারিয়া ফেরদৌস, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ, ইউপি সদস্য বিকাশ চন্দ্র মন্ডল সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।