শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

শ্যামনগর জোরপূর্বক সম্পত্তিতে প্রবেশ করে জখম সহ ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগে আদালতে মামলা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ শ্যামনগরে জয়নগর গ্রামে জোর পূর্বক ভোদ দখলীয় সম্পত্তিতে প্রবেশ করে জখম সহ ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ এনে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে ৮ জনকে আসামী করে মামলা করা হয়েছে। গতকাল বুধবার বিজ্ঞ আমলী ৫নং আদালতে মামলা দায়ের করেন মোঃ হাদিউজ্জামান। মামলার বিবরন সূত্রে জানাগেছে, শ্যামনগর থানায় জয়নগর মৌজায় মৃত সামছুজ্জামানের পুত্র হাদিউজ্জামানের সম্পত্তিতে আসামীরা জোরপূর্বক গত ৫ই আগস্ট বে আইনীভাবে দা, লাঠি, শাবল নিয়ে প্রবেশ করে। এ সময় বাদির ঘেরা বেড়া বাড়িতে থাকলে ১নং স্বাক্ষী কাজে বাধা প্রদান করলে ১নং আসামী আবু বকর সিদ্দিক হুকুমে সকল আসামীগন বাদী এবং স্বাক্ষীদের লাঠি ও হাত দ্বারা বেপরোয়া মারপিট করে। এমনকি বাদীর বড় ভাই মারুফ বিল­াহ হত্যার উদ্দেশ্যে তার হাতে থাকা লোহার রড দ্বারা সজরে আঘাত করলে মাথা সরিয়ে নিলে পিছনে লাগে গুরুতর জখম হয়। ইহাছাড়া ধারালো দা দিয়ে মাঝখানে হাড় কাটিয়ে গুরুতর জখম হয়। অন্যান্য আসামীরা হলেন, আব্দুল হান্নান, আব্দুল গফফার, তবিবর রহমান, হাবিবুল­াহ সরদার, রফিকুল ইসলাম, ইউনুছ আলী ও সামাদ ঢালী সর্ব সাং- জয়নগর শ্যামনগর। ভূক্তভোগী আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সহ আইনানুগ ব্যবস্থা গ্রহন করিতে বিজ্ঞ আদালতের মর্জি হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com