এস এম জাকির হোসেন শ্যামনগর থেকেঃ শ্যামনগর উপজেলার বাংলাদেশ পুলিশের উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশ প্রতিটি থানায় স্থাপিত নারী-শিশু বয়স্ক প্রতিবন্ধী সার্ভিস ডেক্স এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় সারাদেশের ন্যায় শ্যামনগর থানায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারী শিশু ও বয়স্ক প্রতিবন্ধী সার্ভিস ডেক্স শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এস এম জগলুল হায়দার, উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, পুলিশ পরিদর্শক তদন্ত হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম সহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মী। নিপীড়িত মানুষের মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশের সকল থানায় পুলিশের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্ক চালু করা হয়েছে। থানার মধ্যে সম্পূর্ণ আলাদা এই ডেস্কে বসে মহিলা পুলিশ তাদের সেবা প্রদান করবেন।