অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখায় শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদকে বিশেষ পুরস্কারে ভূষিত করেছেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। মোঃ আবুল কালাম আজাদ শ্যামনগর থানায় যোগদানের পর থেকে তাহার পারদর্শী কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই সহ অপরাধজনীত অন্যান্য কর্মকান্ড নির্মূল হয়েছে। শ্যামনগরে অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখায় এবং ডাকাতির চেষ্টা কালে একাধিক ডাকাতি, দস্যুতা ও চুরি মামলার আসামি বিশেষ করে খুলনা বিভাগের রুপসা থানার যাবুশা গ্রামের মোঃ হোসেন আলীর পুত্র বশির শেখ (৩৭) কে দেশীয় তৈরি অস্ত্র-শস্ত্র সহ গ্রেফতার করায় তাহার প্রাপ্তি স্বরূপ গতকাল ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্যামনগর থানা অফিসার ইনচার্জকে বিশেষ পুরস্কারে ভূষিত করেছেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডি এস বি) মোহাম্মদ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান, কালিগঞ্জ সার্কেল মোঃ আমিনুর রহমান, দেবহাটা সার্কেল এস এম জামিল আহমেদ, তালা সার্কেল মোঃ সাজ্জাদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তাগণ।