বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিররুল ইসলাম এর দিক নির্দেশনায় থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন করিব মোল্লা এর নেতৃত্বে এসআই (নিঃ) আব্দুর রহিম এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে গত বুধবার রাতে শ্যামনগর থানার মামলা নং—১০/১০২, তারিখ—০৯/০৪/২০২৫, ধারা—৪৬৮/৪২০ পেনাল কোড, ১৮৬০; এর মামলায় এজাহার নামীয় আসামী মোঃ আল ইমরান রনি (২৭), পিতা—মোঃ রফিকুল ইসলাম, গ্রাম—ঠেকরা রহিমপুর (কুশলিয়া), থানা—কালিগঞ্জ, রাজেন্দ্র নাথ মন্ডল (৪৫), পিতা— কৃষ্ণপদ মন্ডল, নিপা মন্ডল (৪১), পিতা— ঠাকুর দাস সরকার, উভয় গ্রাম—হরিণ খোলা, উভয় থানা—পাইকগাছা, জেলা—খুলনা দের কে গ্রেফতার করা হয়। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন করিব মোল্লা দৈনিক দৃষ্টিপাতকে জানান, বিভিন্ন মামলায় ৩ আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।