বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় থানা পুলিশের অভিযানে মাদক সহ বিভিন্ন মামলায় ৫ আসামি গ্রেফতার করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় ও অন্যান্য পুলিশ কর্মকর্তাদের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে থানার একটি চৌকশ আভিযানিক দল অভিযান পরিচালনা করে ২ বছরের সিআর সাজা পরোয়ানাভুক্ত সহ বিভিন্ন মামলায় সাজায় প্রাপ্ত ১ জন আসামী, ১৩৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদক মামলায় ২জন আসামী, জিআর পরোয়ানাভুক্ত ১ জন আসামী এবং নিয়মিত মামলায় ১ জন আসামী সর্বমোট ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন উপজেলার বৈশখালী গ্রামের জিয়াদ আলী গাজীর পুত্র আঃ আব্দুল আজিজ গাজী, খুটিকাটা গ্রামের মৃত আবু তালেব গাজীর পুত্র মোঃ কামরুল ইসলাম, রমজাননগর গ্রামের মৃত আদম শেখের পুত্র মোঃ মজিবুর রহমান, বয়ারশিং গ্রামের মোঃ মতিয়ার রহমান মোল্লার পুত্র জয়নাল মোল্লা, পূর্ব আটুলিয়া গ্রামের আব্দুল বারী পুত্র ইস্রফিল। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ দৈনিক দৃষ্টিপাতকে জানান, বাংলাদেশ সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। একই সাথে জেলা পুলিশ সুপার এর নির্দেশনানুযায়ী মাদক নির্মূলে শ্যামনগর থানা বদ্ধপরিকর। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় ইয়াবা ট্যাবলেট সহ ২ জন এবং অন্যান্য মামলায় ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে মোট ৫ জনকে বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।