বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় ও অন্যান্য পুলিশ কর্মকর্তাদের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ। এরই ধারাবাহিকতায় গতকাল ১ অক্টোবর রবিবার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী উপজেলার বংশীপুর গ্রামের মৃত আনছার গাজীর পুত্র মোঃ সাদ্দাম হোসেন (৩০), একই গ্রামের মৃত হাকিম গাজীর পুত্র মোঃ আব্দুল হান্নান (২৮) ও মোঃ আকবর ঢালীর পুত্র মোঃ মেহেদী হাসান (২২) কে গ্রেফতার করে। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ দৈনিক দৃষ্টিপাতকে জানান, বাংলাদেশ সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। একই সাথে জেলা পুলিশ সুপার এর নির্দেশনানুযায়ী মাদক নির্মূলে শ্যামনগর থানা বদ্ধপরিকর। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মাদক দ্রব্য সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে রবিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।