বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলা সদরে অবস্থিত নাসরুল উলুম সিদ্দিকিয়া কুরবানিয়া মাদ্রাসার এতিমদের সাথে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল১৩ মার্চ বুধবার বিকাল সাড়ে ৫টায় মাদ্রাসার হল রুমে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজে নেতৃবৃন্দ, মাদ্রাসা পরিচালনা কমিটির কর্মকর্তা-সদস্য, আলেম ওলামায়ে কেরামগন, পবিত্র কুরআনের হাফেজ শিক্ষার্থীদের উপস্থিতিতে অত্র মাদ্রাসার সভাপতি থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং মাদ্রাসার এতিমদের সাথে ইফতার করেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। তিনি বলেন, পবিত্র মাহে রমজানের এই দ্বিতীয় দিনে কোমলমতি কোরআনের হাফেজ এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার করতে পারছি এটা আমার বড় পাওয়া। আপনারা পবিত্র কুরআনের হাফেজ হয়েছেন এই কুরআন এবং নৈতিক শিক্ষা মানুষদের মাঝে বিলিয়ে দেবেন। সৎ পরিশ্রমি মানুষ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখবেন। তিনি অত্র মাদ্রাসার উন্নয়নকল্পে আর্থিক সহায়তা সহ একটি নতুন ভবন তৈরি করে দেওয়ার প্রতিশ্র“তি ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন থানা মাদ্রাসার সহ-সভাপতি আলহাজ্ব এস এম আফজালুল হক, থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ নুরুজ্জামান টুটুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক গাজী, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মেহেদী হাসান মারুফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায় রফিকুল ইসলাম রফিক, নকিপুর হাটবাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক এস এম ফিরোজ হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও রোজার তাৎপর্য তুলে ধরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মুফতি আব্দুল খালেক।