বিশেষ প্রতিনিধি \ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে শ্যামনগর উপজেলার দেবীপুর কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে বিশেষ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক দিবসটি উপলক্ষ্যে গতকাল সকাল ১০ টায় ক্লিনিকের সিএইচসিপি সম্পদ অনিরুদ্ধ ক্লিনিকে আগত ৫১জন রোগীকে বিশেষ স্বাস্থ্যসেবা প্রদান করেন। যার মধ্যে সাধারণ রোগী ৩৩ জন, শিশু ১০ জন, গর্ভবতী মা ৪ জন, প্রসূতি মা ৪ জন। এ সময় স্বাস্থ্যসেবার পাশাপাশি করোনা প্রতিরোধে সিজি ও সিএসজি গ্রুপের সহযোগিতায় ক্লিনিকে আগত দরিদ্র রোগীদের মাঝে মাক্স বিতরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। উলেখ্য দিবসটি উপলক্ষ্যে সন্ধ্যায় ক্লিনিকে বঙ্গবন্ধুর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে ভিডিও চিত্র প্রদর্শনী এবং ক্লিনিকটিকে নিজস্ব আলোকসজ্জায় সজ্জিত করা হয়।