স্টাফ রিপোর্টার ঃ শ্যামনগর নরেন্দ্রনাথ মুন্ডা হত্যা ও মুন্ডা পলীতে সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্বদেশ মহিলা পরিষদ সামস সুন্দরবন ফাউন্ডেশন, উত্তরন সুশীলন সহ বিভিন্ন সংগঠনের আয়োজনে গতকাল শ্যামনগরে সামসের সভাপতি গোপাল মুন্ডার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষ, সাংবাদিক কল্যান ব্যানার্জী, মমতাজ আহমেদ বাপ্পি, স্বদেশ নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সভাপতি শিপনশীল, সুন্দরবন ফাউন্ডেশনের পরিচালক আফজাল হোসেন, হিন্দু পরিষদের সুজন কুমার দাশ, লির্ডাস নির্বাহী পরিচালক মোহন কুমার সহ অনেকে। বক্তারা বলেন, জমিদাররা সুন্দরবন এলাকায় মুন্ডাদের বসতি স্থাপন করতে দিয়েছিলেন। সেই থেকে তারা এখানে শান্তিপূর্ণ ভাবে বসবাস করছে। একটি প্রভাবশালী মহল তাদের সম্পত্তি দিন দিন দখল করে নিচ্ছেন। বক্তারা আরো বলেন অনতিবিলম্বে নরেন্দ্রনাথ মুন্ডার হত্যাকারী ও মুন্ডা পলীতে হামলাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পুর্বক শাস্তি নিশ্চিত করতে হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা নাগরিক কমিটির সদস্য ফারুক হোসেন।