গতকাল ১৯ জুলাই বুধবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নবযাত্রা-প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৬ জন ধর্মীয় নেতা (পুরোহিত) দের অংশগ্রহণে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারীদ বিন শফিক, খুলনা মহানগর ব্রাহ্মণ সংসদ এর সাধারণ সম্পাদক প্রধান পুরোহিত শ্রী সুরে চক্রবর্ত্তী, নবযাত্রা প্রকল্পের সিনিয়র অপারেশনস ম্যানেজার আশীষ কুমার হালদার প্রমুখ। প্রশিক্ষণে নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের হেলথ এন্ড নিউট্রিশান স্পেশালিস্ট মোঃ মোক্তার হোসেন।