বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় নাসরুল উলুম সিদ্দিকীয়া কুরবানীয়া মাদ্রাসার পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জোহর নামাজ বাদ দুপুর ২ টায় অত্র মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গণে বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে এক পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অত্র মাদ্রাসা ও মসজিদের সভাপতি থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ সহ সাবেক মুহতামিম, ম্যানেজিং কমিটির সকল সদস্য, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ প্রধান অথিতি উপজেলা চেয়ারম্যান তার উপজেলা পরিষদ এর তরফ থেকে অত্র মাদ্রাসা মসজিদের পুকুর সংস্কারের জন্য ২ লক্ষ ৭৫ হাজার টাকা, মসজিদ উন্নয়নকল্পে ৫০ হাজার টাকা ও মাদ্রাসা উন্নয়ন কল্পে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এবং প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া প্রার্থনা করেন।