বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার পদ্মপুকুর পাখীমারা হামিদীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা এবং হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়েছে। গতকাল পাখীমারা হামিদীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে মাদ্রাসা ময়দানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওঃ রেজাউল করিমের সভাপতিত্বে পদ্মপুকুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ, ইউপি সদস্য-আব্দুস সবুর সানা, মফিজুল ইসলাম ঢালী, হাফিজুর রহমান ও আকরাম মিজানকে ফুলেল শুভেচ্ছা ও বিশেষ সম্মাননা পুরস্কারে ভুষিত করে সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, সুপারঃ মাওঃ একরামুল কবীর, এস এম মোস্তফা কামাল, মিজানুর রহমান, শফিকুল ইসলাম প্রমূখ। পরবর্তীতে ইসমাঈল হোসেনের সঞ্চালনায় ও মাদ্রাসার সভাপতি আবুল কালাম আজাদ এর পরিচালনায় ২০২২ সালে মাদ্রাসা থেকে ৬ জন ছাত্র কোরান শরীফ হেফজ সম্পন্ন করায় তাদের কে কোরান শরীফ, তাফসীরুল কোরান, পাগড়ী, টুপি, রুমাল, ক্রেস্ট সহ বিভিন্ন উপহার প্রদান করা হয়।