বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার শ্যামনগর পৌরসভার নবনিযুক্ত প্রশাসক হিসাবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন দায়িত্ব পাওয়ায় ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। গতকাল ৬ ফেব্র“য়ারি বুধবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে নবনিযুক্ত পৌরসভার প্রশাসক মোঃ আক্তার হোসেনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন উপজেলা কৃষকলীগের সভাপতি এবিএম মুনজুর এলাহী, সিনিয়র সহ-সভাপতি জিএম গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক জিএম আনিসুর রহমান আনিস সহ উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় নবনিযুক্ত প্রশাসক মোঃ আক্তার হোসেন উপজেলা কৃষকলীগের বিভিন্ন কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে উক্ত কৃষকলীগেরকে কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।