রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলা পরিষদের অর্থয়নে ও সেচ্ছাসেবী সংগঠন শ্যামনগর ব্লাড ব্যাংকের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ। শ্যামনগর উপজেলার অন্যতম সেচ্ছাসেবী সংগঠন শ্যামনগর ব্লাড ব্যাংকের একঝাঁক তরুন সেচ্ছাসেবীদের সার্বিক সহযোগিতায় ও কৈখালী ইউনিটের পরিচালনায় ২৬ শে জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪টায় জয়াখালী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা পরিষদের পক্ষে প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ। শ্যামনগর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুদ্দিন সিদ্দিক’র সভাপতিত্বে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রতিনিধি ইউপি সদস্য ডাঃ আঃ রশিদ, কৈখালী ইউনিট সভাপতি গাজী নূরুল আমিন, শাহিন আলম, সম্পাদক রাইসুল মিঠুন, সুজন হুসাইন, ইসা বাবু প্রমূখ। এসময় ব্লাড ব্যাংকের সেচ্ছাসেবীরা গরীব দুস্থ অসহায় প্রতিবন্ধীদের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সভাপতি মোঃ সিরাজুল ইসলাম।