সাজু ভুরুলিয়া প্রতিনিধি ঃ শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের একটিমাত্র সিরাজপুর স্কুল কলেজ এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন। কলেজটি প্রতিষ্ঠিত হবার পর থেকে রেজাল্টের দিক থেকে সব সময় এগিয়ে রয়েছেন। সরেজমিনে ঘুরে দেখা যায় এক ঝাক নতুন শিক্ষক, সেই সাথে দক্ষ দক্ষ একজন প্রধান শিক্ষক জিএম আজিবার রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠান টি পরিচালিত হচ্ছে। এবার পরীক্ষার্থী ছিল ১২৫ জন পাশ করেছে ১২৩ জন। এপ্লফাস ৪, এ গ্রেড ৬৬, এ- ২৭, বি গ্রেড ১৮ ও সি গ্রেড ৮ জন। এ বিষয়ে ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রোকেয়া মনসুর কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবুর কাছে জানতে চাইলে তিনি বলেন প্রতিষ্ঠানটি নতুন হলেও এলাকার অভিভাবক সুধীমহলের সহযোগিতায় এবং শিক্ষকদের আন্তরিকতা বারবার এ সাফল্য আসছে। ভবিষ্যতে ইউনিয়ন পরিষদের থেকে তাদের সব রকমের সহযোগিতা করব ইনশাআলাহ। ইতিমধ্যে এ প্রতিষ্ঠান থেকে একাধিক ছাত্র ছাত্রী ডাক্তার ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে।