বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসারের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার পক্ষ থেকে মৃত্যুর কারণ অনুসন্ধান করতে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল ৫ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১ টায় শিক্ষক সমিতির কার্যালয়ে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ও তাদের প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে মাধ্যমিক শিক্ষক সমিতির এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় শিক্ষক সমিতির সভাপতি নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী এর সভাপতিত্বে সভায় সিদ্ধান্ত হয় উপজেলার সকল শিক্ষকদের কালো ব্যাজ ধারণ, প্রতিষ্ঠানে শোক প্রকাশ করে ব্যানার টানানো, মৃত প্রধান শিক্ষকের পরিবারের সাথে সাক্ষাত করা সহ পাশে থাকা, প্রধান শিক্ষক আবুল বাসার কেন নিজেকে হত্যা করল এ ঘটনার সুষ্ঠ তদন্ত করা ও এ ঘটনায় কেহ যুক্ত থাকলে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ শ্যামনগর থানার সহিত সরাসরি সাক্ষাত করে আলোচনাকরার সিদ্ধান্ত সহ মৃত্যুর কারণ অনুসন্ধানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগি হিসাবে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ গাজী সফিকুল ইসলাম, প্রধান শিক্ষক ড.মুহা আব্দুল মান্নান, প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ শামীম আহমেদ, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, অধ্যক্ষ আজিয়ার রহমান, অধ্যক্ষ আব্দুল হাই, প্রধান শিক্ষক আব্দুল করিম, প্রধান শিক্ষক আছাদুজ্জামান মিঠু, প্রধান শিক্ষক নাজমুল হোসেন, প্রধান শিক্ষক শিবাশিষ মন্ডল, শিক্ষক রনজিৎ বর্মন, শিক্ষক আলমগীর হোসেন প্রমুখ।