বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার ৩নং শ্যামনগর সদর ইউনিয়নের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন করা হয়েছে। গতকাল বিকাল ৫টায় শ্যামনগর সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্যামনগরস্থ নকিপুর সার্বজনীন হরিসভা মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাডঃ কৃষ্ণপদ মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের হাজারও সনাতন ধর্মালম্বী মানুষের উপস্থিতিতে দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। সকলের সম্মতিক্রমে উক্ত কাউন্সিলে ৩৯ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি পদে ৩জন প্রার্থী প্রধান শিক্ষক পরিমল কর্মকার, রনজিৎ দেবনাথ ও মলয় কুমার গায়েন ঝন্টু প্রার্থী হয়। এরমধ্যে সকলের সম্মতিক্রমে সভাপতি পদে প্রধান শিক্ষক পরিমল কর্মকারকে নির্বাচিত করা হয়। সাধারণ সম্পাদক পদে দেবাশীষ মুখার্জী ও মীলোতপল মন্ডল থাকায় সকলের সম্মতিক্রমে দেবাশীষ মুখার্জীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় এবং উপস্থিত সকলেই নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে বাকি পদ সহ পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন।