শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন

শ্যামনগর সদর পৌরসভা গঠনের প্রস্তাবে অনুমোদন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা শ্যামনগর উপজেলা সদর পৌরসভা গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুর্নবিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। গতকাল রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। পরে সচিবালয়ে সংবাদ ব্রিফিং মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এটি নিশ্চিত করেছেন। একই সাথে পাশাপাশি বৈঠকে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কাজলা ও বোয়াইল ইউনিয়নের বিরোধপূর্ন অংশ বিয়োজন করে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সংযোজন করে মাদারগঞ্জ উপজেলার সীমানা পুর্নগঠন এবং ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার সীমানা স¤প্রসারনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যখন বিভাগ করা হয় তখন যে সকল অসঙ্গতি থেকে গেছে সেগুলো ঠিক করে দেওয়া হলো। এ ছাড়া বৈঠকে কুষ্টিয়া জেলার ইসলামি বিশ্ববিদ্যালয় থানাকে ঝাউদিয়া এলাকায় স্থানান্তর করে ঝাউদিয়া থানা নামকরণ এবং ঝাউনিয়া পুলিশ ক্যাম্প ইসলামি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তর করে ইসলামি বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্প হিসেবে নামকরণ করার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।’ বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা ও থানা গঠন বা স্থাপনের প্রস্তাব বিবেচনা করে থাকে। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির আহŸায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কমিটিতে আরও ১১ জন মন্ত্রি ও প্রতিমন্ত্রী সদস্য হিসেবে রয়েছেন। এ ছাড়া মন্ত্রিপরিসদ সচিব, প্রধানমন্ত্রীর মূখ্যসচিব ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১১ জন সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তারা নিকারে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com