শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন

শ্যামনগর সরকারি মহসিন কলেজের চলমান কাজ পরিদর্শনে উপ-প্রকল্প পরিচালক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার সরকারি মহসিন কলেজের চলমান কাজ পরিদর্শন করা হয়েছে। গতকাল ৮ জানুয়ারি রবিবার সকালে জাতীয় শিক্ষা নীতি (ঘঊচ) ২০১০ এবং টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (ঝউএ) ২০৩০ অর্জনে দেশের ২০০ সরকারি কলেজে বিজ্ঞান বিদ্যমান সুযোগ সম্প্রসারণ অবকাঠামো উন্নয়ন, আইটি সরঞ্জাম, তথ্য প্রযুক্তি বিষয়ক বৈজ্ঞানিক যন্ত্রপাতি সরবরাহ, শিক্ষকের সক্ষমতা বিষয়ে শিক্ষকের পদ সৃজন, কলেজের মধ্যে আঞ্চলিক অসমতা দূরীকরণ, ক্রমবর্ধমান শিক্ষার্থীর চাহিদা পূরণ, দূর্গম এলাকায় কলেজের নির্মাণ, বৈদ্যুতিক যন্ত্রপাতি সরবরাহ, অধিকতর শিখন-শিক্ষণ পরিবেশ সৃষ্টি এবং মানসম্মত যুগোপযোগী শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি লক্ষে (জিওবি) এর অর্থায়নে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “সরকারি কলেজ সমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্প” এর আওতায় শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজ এর নির্মাণাধীন ৬ তলা বিশিষ্ট একাডেমি ভবনের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্প এর উপ-প্রকল্প পরিচালক জেসমিন তাসলিমা বানু। এসময় তিনি, নির্মাণ কাজের অগ্রগতি বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং নির্মাণ কাজ সমূহ গতিশীল করে ঠিকাদার প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করার পরামর্শ দেন। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. আব্দুর রহমান, প্রভাষক আব্দুল­াহ-আল-ফারুক, সহকারি প্রকৌশলী হাসিব শেখ, উপ-সহকারি প্রকৌশলী আসাদুজ্জামান খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com