শ্রীউলা প্রতিনিধি \ আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে ফ্রেন্ডশিপ কর্তৃক ফ্রেন্ডশিপ সেক্টরের সিআইডিআরআর কোস্টাল প্রকল্পের অধীনে ইউনিয়ন পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় শ্রীউলা ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়। ইউপি সচিব খায়রুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও সভাপতির বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপু। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখে উপস্থিত উক্ত প্রকল্পের ম্যানেজার জসিম উদ্দিন, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন শ্রীউলা আঞ্চলিক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ শাহজাহান হাবিব, ইউপি সদস্যবৃন্দ সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, এফডিএসসি সদস্য ও সিপিপি সদস্যবৃন্দ। সবাই সিআইডিআরআর কোস্টাল প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জসিমউদ্দিন প্রকল্পের গত তিন বছরের কার্যক্রম তুলে ধরেন এবং দুর্যোগ ঝুঁকিহ্রাস করার লক্ষ্যে উপস্থিত সকলের সমন্বয়ের মাধ্যমে কাজ করার অনুরোধ জানান।সকলকে দুর্যোগ হ্রাস করনের বিষয়ে আলোচনা করা হয় এবং স্থানীয় সরকার এনজিও কমিউনিটি দুর্যোগ মোকাবেলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আসন্ন ঘূর্ণিঝড় শক্তি মোকাবেলার জন্য প্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।