আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের কলিমাখালীতে দুর্যোগ প্রস্তুতি মূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ টায় কলিমাখালী ফুটবল মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। এনজিও ফ্রেন্ডশীপের আয়োজনে মহড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউপি সদস্য আঃ রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন, ফ্রেন্ডশীপ এর রিজওনাল ম্যানেজার মিজানুর রহমান, সিপিপি উপজেলা টিম লিডার আঃ জলিল, প্রতাপনগর ইউনিয়ন টিম লিডার ও কমিউনিটি ট্রেইনার গোলাম রসুল, ইউপি সদস্য ইয়াছিন আলী প্রমুখ। মহড়ায় ঘূর্ণিঝড়েরর আগে সতর্ক সংকেৎ, আশ্রয় কেন্দে্রর ব্যবস্থা গ্রহন, প্রাথমিক চিকিৎসা, উর্দ্ধার ও অসুস্থদের কার্যকর ব্যবস্থা গ্রহনসহ বিভিন্ন বিষয় সম্পর্কে অভিনয় ও দৃশ্যায়ন প্রদর্শন করা হয়। মহড়ায় বিশেষ আকর্ষণ ছিল, চেয়ারম্যানের ছেলের সাথে মাতব্বরের মেয়ের বিয়ে, পাগলের অভিনয় ও ক্ষুদ্র শিল্পীদের মনোজ্ঞ অনুষ্ঠান। ফ্রেন্ডশীপ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সিপিপি সদস্যদের অংশ গ্রহনে পুরো মহড়া আকর্ষণীয়, শিক্ষণীয় ও উপভোগ্য হয়ে উঠেছিল।