আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ইউনিয়ন সার্চ কমিটির উদ্যোগে সদস্য নবায়ন অনুষ্ঠিত হয়। শ্রীউলা শহীদ জিয়া পার্ক ও শ্রীউলা সরকারি প্রাইমারী স্কুল মাঠে সদস্য নবায়ন কার্যক্রম পরিচালনা করা হয়। সার্চ কমিটির সদস্য মোঃ রফিকুজ্জামান ছোট্রুর সভাপতিত্বে কমিটির সদস্য এড. মোঃ নুরুল আমিন, এড. এবিএম সেলিম, এসএম মফিজুল ইসলাম, মাগফুর রহমান বুলু, আব্দুল্লাহ আল মামুন, মোঃ আতাউল্লাহ চৌধূরী, মোঃ মফিজুল ইসলাম ও মোঃ আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা বিএনপির বেধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে শ্রীউলা ইউনিয়ন সার্চ কমিটি ৯ টি ওয়ার্ড কমিটির সদস্য নবায়ন সফল ভাবে এ কাজ পরিচালনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।