শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি \ বাংলাদেশ আহলে হাদীছ যুব সংঘ এর আশাশুনি উপজেলার গরালী এলাকার কমিটি গঠন করা হয়েছে। বুধবার শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া আহলে হাদীছ জামে মসজিদে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। আহলে হাদীছ আন্দোলন গরালী এলাকা শাখার সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের উপজেলা কমিটির প্রচার সম্পাদক মাওঃ শিহাব উদ্দীন (সবুজ), জেলা যুব সংঘের প্রচার সম্পাদক আবুল কালাম, উপজেলা যুব সংঘের সভাপতি জি এম ফজলুর রহমান, জেলা যুব সংঘের সাহিত্য ও পাঠাগার সম্পাদক আঃ রহীম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় গরালী এলাকা যুব সংঘের কমিটির নবগঠিত কমিটির অনুমোদন প্রদান করেন, উপজেলা যুব সংঘের সভাপতি মাওঃ জি এম ফজলুর রহমান।