শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনির শ্রীউলা ইউনিয়নের ইমাম কল্যাণ পরিষদের পক্ষ থেকে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান প্রভাষক দ্বীপঙ্কর বাছাড় দীপুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শ্রীউলার মহিষকুড় মৎস্য শেডে ৭ নং শ্রীউলা ইউনিয়নের ইমাম কল্যাণ পরিষদের আয়োজনে গতকাল বিকালে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শ্রীউলার ইমাম কল্যাণ পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওঃ মিজানুর রহমান কর্তৃক শ্রীউলা ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপুকে ক্রেষ্ট প্রদান করা হয়।এছাড়াও শ্রীউলা ইমাম কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম বাবলু, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম বুলু,শ্রীউলা মাধ্যবিক বিদ্যালয়ের সভাপতি আলাউদ্দিন লাকী,ইউপি সদস্য আক্তার হোসেন মৎস্যশেড মালিক আরিফুর রহমান সহ অন্যদেরকেও ইমাম কল্যাণ পরিষদের পক্ষ্য থেকে ক্রেষ্ট প্রদান করা হয়। মাড়িয়ালা শেড জামে মসজিদের ইমাম মাওঃ আঃ হাকিমের সভাপতিত্বে ও বকচর পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম মাওঃ অহিদুজ্জামানের সঞ্চালনায় উলেখিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু।বিশেষ অতিথি হিসাবে ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগনেতা সাইফুল ইসলাম বাবলু, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম বুলু, শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলাউদ্দিন লাকী, ইমাম কল্যাণ পরিষদের সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান ও আলহাজ্ব হাফেজ মাওঃ জোবায়ের আলম প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে মোস্তফা নুরুজ্জামান, প্রভাষক সিরাজুল কবীর, আবুল কালাম ও মুকুল হোসেন সহ শ্রীউলা ঈমাম পরিষদের কর্মকর্তা সদস্যবৃন্দ সহ ধর্মপ্রাণ মুসলমান ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংবর্ধনানুষ্ঠানে উপস্থিত ছিলেন।