শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি ॥ আশাশুনির শ্রীউলায় নাকডাড়া (কালীবাড়ি) বাজারাস্থ মহির উদ্দিন মার্কেটে গতকাল বিকালে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। আসন্ন ২১মে উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে চিংড়ি মাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আ’লীগ সভাপতি ও বার বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবিএমডি মোস্তাকিম। শ্রীউলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা সাকিলের সভাপতিত্বে ও মুজাহিদুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে চিংড়ি মাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এবিএমডি মোস্তাকিম নাকতাড়া বাজারের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক সম্ভুজিৎ মন্ডল, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, খাজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস, উপজেলা শ্রমিক লীগ সভাপতি ঢালী শামসুল আলম, শোভনালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ম,মোনায়েম হোসেন, খাজরা ইউনিয়ন আ’লীগের সভাপতি অহিদুল ইসলাম ও খাজরা ইউনিয়ন পরিষদ সদস্য শিমুল হোসেন প্রমুখ। শিমুল হোসেনের পিতা কিভাবে খাজরার একটি সন্ত্রাসী বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হয়েছিলেন সে বর্ণনা দিতে গিয়ে শিমুল আবেগ প্রবন হয়ে পড়েন। বক্তারা আগামী ২১মে উপজেলা পরিষদ নির্বাচনে আলহাজ্ব এবিএমডি মোস্তাকিমকে বিজয়ী করার লক্ষ্যে সকলকে চিংড়ি মাছ প্রতীকে ভোট প্রদানের জন্য আহবান জানান। পরে ঘোলা ত্রি মোহনী খ্যাত হিজলিয়া ওয়াপদার উপরে হিজলিয়া গ্রামবাসীর সাথে মতবিনিময় করেন।