আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে প্রাকটিক্যাল এ্যাকশন এর আয়োজনে মোবাইল অ্যাপসের মাধ্যমে দুর্যোগ পরিষেবা বিষয়ক এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু। উপকূলীয় স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাটটিক্যাল এ্যাকশনের মাঠ সহায়ক আব্দুল করিম।