শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

শ্রীউলায় নাকতাড়া বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

শ্রীউলা প্রতিনিধি ॥ আশাশুনির শ্রীউলার নাকতাড়া (কালিবাড়ী) বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৩ সম্পন্ন হয়েছে। উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শ্রীউলা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। মোট ১৫০ জন ভোটারের মধ্যে ১৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তারমধ্যে বাতিল হয়েছে ৫ ভোট। সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে জাহিদ হাসান তুহিন ফুটবল প্রতীক ৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জুলফিকার আলী বাদল ৪৬ ভোট। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ইউপি সচিব অমর কুমার রায় ও প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ইউপি সদস্য ইয়াছিন আলী। এর আগে সর্বসম্মতিক্রমে শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দীপুকে সভাপতি, হুমায়ুন কবীরকে সাংগঠনিক সম্পাদক ও পবিত্র কুমার দাসকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com