শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে দোকানের মধ্যে ট্রলি ঢুকে আঘাত করলে ৭০ সহস্রাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অল্পের জন্য প্রাণঘাতির হাত থেকে রক্ষা পেয়েছেন ব্যবসায়ী ও কাষ্টমার। ঘটনা ঘটেছে শুক্রবার দিবাগত রাত পৌনে ৯ টার দিকে। শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া গ্রামের প্রভাষ সরকারের ছেলে প্রশান্ত সরকার নাকতাড়া কালিবাড়ি বাজারে স্বর্ণের (জুয়েলারী) দোকান পরিচালনা করে আসছেন। ঘটনার দিন রাত্র ৮.৪১ টার দিকে ব্যবসায়ী প্রশান্ত সরকার ও কাস্টমার আব্দুল মজিদ দোকানে ছিলেন। কয়রা উপজেলার মসজিদকুড় এলাকার ট্রলি চালক রিপন এলাকার শহিদুল ইসলামের ট্রলি নিয়ে শ্রীউলা এলাকায় ট্রলিতে মালামাল পরিবহনের কাজে এসেছিলেন। ঘটনার সময় নাকতাড়া (কালিবাড়ী) বাজারে পৌছালে ট্রলিতে হেড লাইট অকেজো থাকায় স্পীড ব্রেকার দেখতে না পেয়ে দ্রুত গতির গাড়ি স্পীড ব্রেকারে ধাক্কা পেয়ে চালক গাড়ি থেকে ছিটকে পড়ে যায়। এসময় গাড়ি পাশের প্রশান্তের জয় জুয়েলার্সের মধ্যে ঢুকে যায়। দোকানের মালিক ও ক্রেতা দেখতে পেয়ে দ্রুত অপর প্রান্তে লাফিয়ে চলে যাওয়ায় অল্পের জন্য তারা প্রাণে বা ক্ষতির হাত থেকে রক্ষা পান। ট্রলির আঘাতে দোকানের শোকেসসহ প্রায় ৬০/৭০ হাজার টাকার পরিমান ক্ষতি হয়। চালকের এলাকার মেম্বর লিটন, ভগ্নিপতি নছিমাবাদ গ্রামের বাবলু, শ্রীউলা ইউপি চেয়ারম্যান পরামর্শ মোতাবেক স্থানীয় ইউপি সদস্য আবুল হাসান, সাংবাদিক তৌষিকে কাইফুসহ স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে ক্ষতিপূরণ হিসেবে ট্রলি চালককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নগদে ১০ হাজার টাকা দিয়ে ট্রলি ছাড়িয়ে নিয়ে যান মালিক পক্ষ। রবিবার আরও ১৫ হাজার টাকা দোকান মালিককে দেওয়া হয়েছে বলে জানাগেছে।