শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনি উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘উদারতা যুব ফাউন্ডেশন’ এর উদ্যোগে উপকূল অঞ্চলে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা সাইক্লোন শেল্টার প্রাঙ্গণে সংগঠনের পরিচালক শিমুল আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন ৭নং শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু। উক্ত কার্যক্রমে ৪৫০পরিবারের মাঝে ১৩৫০টি গাছ বিতরন করা হয়। এ সময় ইউপি সদস্য আবু হাসান, ফাউন্ডেশনের সুরাইয়া, কামাল, তাহের, নুরুল আমিন, দেলোয়ার, ফুয়াদ, স্বাধীন, রাসেল মোস্তাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন। সমগ্র কার্যক্রমটি পরিচালনা করেন উদারতা ফাউন্ডেশনের সমাজকল্যান বিষয়ক সম্পাদক আবিদুর রহমান।