আশাশুনি প্রতিনিধি ॥ শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীউলা নির্মান শ্রমিকদের আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। বুধবার শ্রীউলা নির্মান শ্রমিক রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু। শ্রীউলা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, আঃ রউফ, ইউপি সচিব খায়রুল ইসলাম, শিক্ষক শামীমুজ্জামান পলাশ, ইউপি সদস্য ইয়াছিন আলী, আবু হাসান, নজরুল ইসলাম বাচ্চু,আবু হাসান, শ্রমিক আনারুল, বাশারুল ইসলাম, আসারুল ইসলাম প্রমূখ।