শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনির শ্রীউলার নাকতাড়ায় ৮দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। নাকতাড়া সূর্য্য সৈনিক ক্লাবের আয়োজনে নাকতাড়া সর: প্রা: বিদ্যালযের মাঠে গতকাল বিকাল ৫টায় খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় যে দুটি দল অংশ গ্রহণ করে তার একদিকে ছিল শ্রীউলা ফুটবল একাদশ অপর দিকে ছিল কাঁকড়াবুনিয়া সবুজ সংঘ।খেলাটির নির্ধারিত সময়ের মধ্যে কোন দল গোল করতে না পারায় খেলাটি টাইব্রেকার পর্যন্ত গড়ায়। টাইব্রেকারে শ্রীউলা ফুটবল একাদশ ২–১ গোলে কাঁকড়াবুনিয়া সবুজ সংঘকে হারিযে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম (বাকিবিল্লাহ)এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেম্পিয়ান ও রানার্স আপ উভয় দলের অধিনাকের হাতে পুরুষ্কার তুলে দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু। বিজয়ী দলকে একটি খাশি ছাগল ও পরাজিত দলকে ৩৫০০/ টাকা পুরুষ্কার হিসেবে উভয় দলের অধিনায়কের হাতে তুলে দেন। সেরা খেলোয়ারের পুরুষ্কার পান মামুন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা সাইফুল ইসলাম বাবলু, উপজেলা কৃষক লীগের উপদেষ্টা ও শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলাউদ্দিন লাকী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুকুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল হোসেন, সাধারণ সম্পাদক মেহরাব হোসেন অপি, সকল ওয়ার্ডের ইউপি সদস্য বৃন্দ, আ’লীগনেতা আমিরুল ইসলাম প্রমুখ।খেলাটি পরিচালনা কেরন সালাউদ্দিন লাভলু। ধারাভাষ্যে ছিলেন শিক্ষক জুলফিকার আলি প্রমুখ।