এফএনএস বিদেশ : ধর্ম অবমাননার অভিযোগে শ্রীলংকার এক নাগরিককে হত্যার দায়ে ছয়জনকে মৃত্যুদন্ড দিয়েছেন পাকিস্তানের আদালত। গত সোমবার একই মামলায় অভিযুক্ত ৮৮ জনের মধ্যে ৯ জনকে যাবজ্জীবন ও অন্য আসামিদের দুই থেকে পাঁচ বছর মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। গত ডিসেম্বরে পাকিস্তানের শিয়ালকোট শহরে কারখানা ব্যবস্থাপক ৪৮ বছরের প্রিয়ান্থা কুমারাকে পিটিয়ে হত্যার পর তার মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। পাশবিক ওই হামলায় শতাধিক মানুষ অংশ নেয়। ইসলামি একটি পোস্টার ছিঁড়ে ডাস্টবিনে ছুড়ে ফেলার অভিযোগে তাকে পিটিয়ে মেরে ফেলেন এলাকাবাসী। পুলিশের উদ্ধার করা ভিডিওফুটেজে দেখা যায়, স্থানীয় লোকজন ও কর্মীরা ম্যানেজার প্রিয়ন্থাকে মারতে মারতে টেনেহিঁচড়ে রাস্তায় নিয়ে আসেন। তার পর চলে গণপিটুনি। তখনই মৃত্যু হয় তার। তার মরদেহে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। এক সহকর্মীকে শ্রমিক-জনতার হাত থেকে প্রিয়ন্থাকে রক্ষা করতেও দেখা গেছে ফুটেজে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়-প্রিয়ন্থাকে মারার সময় ধর্ম অবমাননাবিরোধী স্লোগান দিচ্ছিল জনতা। আরেক ভিডিওতে তার শরীরে আগুন ধরিয়ে দিতে দেখা যায়। এ সময় ওই ব্যক্তির গাড়িও ভাঙচুর করা হয়। ওই ঘটনায় পুরো পাকিস্তানে আলোড়ন তোলে এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান একে ‘পাকিস্তানের জন্য লজ্জার দিন’ বলে আখ্যা দেন।