এফএনএস স্পোর্টস: বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ১৩৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। এই জয়ে সুপার সিক্স নিশ্চিত করলো লঙ্কানরা। প্রথম দুই ম্যাচে সংযুক্ত আরব আমিরাত ও ওমানকে হারিয়েছিলো তারা। অন্যদিকে এই হারে বাছাই পর্ব মিশন শেষ করলো আয়ারল্যান্ড। বুলাওয়ের কুইন্স স্পোটর্স ক্লাব মাঠে ‘বি’ গ্রæপের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ের নামে শ্রীলঙ্কা। ৪৮ রানে ২ উইকেট পতনের পর তৃতীয় উইকেটে ১৫৯ বলে ১৬৮ রান যোগ করেন করুনারতেœ ও সাদিরা সামারাবিক্রমা। জুটিতে ৮২ রান অবদান রেখে ফিরেন সামারাবিক্রমা। ৪০ ম্যাচের ক্যারিয়ারে প্রথম ওয়ানডে সেঞ্চুরির দেখা পান করুনারতেœর। ১০৩ বলে ১০৩ রানে আউট হন লঙ্কান এই ব্যাটার। পরের দিকে চারিথ আসালঙ্কা ৩৮ ও ধনাঞ্জয়া ডি সিলভা অপরাজিত ৪২ রান করেন। ৩২৫ রানের বিশাল সংগ্রহ পায় শ্রীলঙ্কা। আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার ৪টি উইকেট নেন। ৩২৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে হাসারাঙ্গার বোলিং তোপে ৩১ ওভারে ১৯২ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন কার্টিস ক্যাম্ফার। ১০ ওভারে ৭৯ রানে ৫ উইকেট নেন হাসারাঙ্গা।