এফএনএস স্পোর্টস: আবারও ফিক্সিংয়ের অভিযোগ উঠল শ্রীলঙ্কান ক্রিকেটে। গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে গিয়েছিল পাকিস্তান। ওই সময় দ্বীরাষ্ট্রটি চরম অর্থনৈতিক দুরাবস্থায় ছিল। রাজপথে প্রতিদিনই হতো বিক্ষোভ। এমন পরিস্থিতিতে গল টেস্টে ৩৪২ রানের লক্ষ্য তাড়া করে ৪ উইকেটে জেতে সফরকারীরা। এবার ম্যাচটি নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রীলঙ্কার এক সংসদ সদস্য। নালিন বান্দারা নামের ওই সাংসদের অভিযোগ, পাকিস্তানের বিপক্ষে গল টেস্ট ছেড়ে দিয়েছিল শ্রীলঙ্কা! তিনি লঙ্কান ক্রিকেট বোর্ডের দিকে আঙুল তুলে বলেছেন, ‘সর্বশেষ পাকিস্তান সিরিজে আমাদের দল চারশ রান করেছিল। তবু শেষ ইনিংসে গিয়ে হেরে যায়। যারা পিচ রোল করে তাদের থেকে শুরু করে প্রত্যেককে অর্থ দেওয়া হয়েছে। বোর্ড এখন জুয়ার আখড়া হয়ে গেছে। ‘ক্রিকবাজ জানিয়েছে, এই অভিযোগ ওঠার পর পূর্ণাঙ্গ তদন্তের উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তাদের আমন্ত্রণে এই টেস্টের বিষয়ে তদন্তের দায়িত্ব নিয়েছে আইসিসির দুর্নীতি বিরোধী সংস্থা-আকসু। নিয়ম অনুযায়ী, তদন্ত শেষ হওয়ার আগে আইসিসি কোনো মন্তব্য করবে না। উলেখ্য, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে প্রায়শই দুর্নীতির অভিযোগ উঠছে।