শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন

শ্রীলঙ্কা সফরের স্কোয়াড ঘোষণা দিলো অস্ট্রেলিয়া

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

শ্রীলঙ্কা সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। পিতৃত্বকালীন ছুটিতে থাকায় এই সফরের দলে নেই নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। অধিনায়কের দায়িত্বে ফিরেছেন স্টিভেন স্মিথ। একগাদা স্পিনার নিয়ে স্কোয়াড সাজিয়েছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা সফরের সময় দ্বিতীয় সন্তানের বাবা হবেন প্যাট কামিন্স। এছাড়া ভারত সিরিজে গোড়ালির চোটেও পড়েছেন তিনি। লঙ্কা সফরের স্কোয়াডে তাই রাখা হয়নি কামিন্সকে। এই সিরিজে বহুদিন পর অস্ট্রেলিয়ার নেতৃত্বে দেখা যাবে স্টিভেন স্মিথকে। এছাড়া ম্যাথু কুহনেম্যান, টড মারফিদের সাথে মূল স্পিনার হিসেবে দলে রাখা হয়েছে নাথান লায়নকে। এই তিন বিশেষজ্ঞ স্পিনারের সাথে কুপার কনোলো মিলিয়ে মোট চার স্পিনার নিয়ে স্কোয়াড সাজিয়েছে অজিরা। শ্রীলঙ্কার কন্ডিশন বিবেচনায় পেসার কমানো হয়েছে। মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ডের সাথে দলে রাখা হয়েছে শন অ্যাবটকে। চোট থেকে এখনও সেরে উঠতে না পারা জশ হ্যাজলউডের জায়গা হয়নি। এছাড়া ভারত সিরিজে ভালো করা বাউ ওয়েবস্টার এবং স্যাম কনস্টাসকে রেখে দেওয়া হয়েছে। জায়গা হারিয়েছেন মিচেল মার্শ। তার টেস্ট ক্যারিয়ারটাই হুমকির মুখে পড়ে গেল। এছাড়া দলে ফিরতে না পারা গ্লেন ম্যাক্সওয়েলের টেস্ট ক্যারিয়ারের সামনেও বসে গেল প্রশ্নবোধক চিহ্ন। আগামী ২৯ জানুয়ারি সিরিজের প্রথম টেস্ট, ৬ ফেব্রুয়ারি দ্বিতীয়টি। সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতে ট্রেনিং ক্যাম্প করবে অজি স্কোয়াড।
একনজরে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড : স্টিভেন স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, ট্রাভিস হেড, জশ ইংলিশ, উসমান খাজা, স্যাম কনস্টাস, ম্যাথু কুহনেম্যান, মারনাস লাবুশেন, নাথান লায়ন, নাথান ম্যাকসোয়েনি, টড মারফি, মিচেল স্টার্ক, বাউ ওয়েবস্টার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com